নেত্রকোণার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের বারহাট্টায় সোম বার বিকালে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও জিআরপি পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণার মোহনগঞ্জ রেল স্টেশন থেকে মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনটি বারহাট্টা স্টেশন প্ল্যাটফরমের পূর্ব পার্শ্বে পৌঁছার মূহুর্তে এই দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মোহনগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এ এস আই ফজুলুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।