“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মদনে উদ্ধোধনী অনু্ষ্টান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসার এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে উদ্ধোধনী অনুষ্টান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রহিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তাা আব্দুল আহাদ,মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ৩ জন সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন, মোঃ মোশাররফ হোসেন, মদন ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন,ও মাছের পোনা অবমুক্তকরা হয়।