“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মদনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সন্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মৎস্য কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমানের সভাপতিত্ব লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন, মদন প্রেস ক্লাবে সিনিয়র মোতাহার আলম চৌধুরী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাংবাদিক তোফাজ্জল হোসেন,সামছুল আলম,নূরুল হক রনো,জাকির হোসেন উজ্জ্বল, আলম আমিন,শহীদুল ইসলাম শফিক সুদর্শন আচার্য মোশাররফ হোসেন বাবুল, আব্দুল আওয়াল, সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা গন।