নেত্রকোণার মদনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান সাবেক খালিয়াজুরি উপজেলার কৃষি কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
আজ (২৫ জুলাই) দুপুরের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাবেক খালিয়াজুরি উপজেলার কৃষি কর্মকর্তা ও বর্তমান মদন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানকে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম হান্নান, জেলা পরিষদ সদস্য আয়শা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম সহিদ,জাহাঙ্গীর পুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজাদ মিয়া, মোঃআবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলামসহ এলাকার সচেতন নাগরিক মহল ও সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে,জেলার খালিয়াজুড়ি উপজেলায় থাকা অবস্থা পতিত জমি নিবীড় পরিচর্যা করে চাষের আওতায় এনে অর্থনৈতিক উন্নয়নের অবদান রাখায় বঙ্গবন্ধুর জনপ্রশাসন পদক প্রাপ্ত হন।