নেত্রকোণা জেলার মদন উপজেলার বাগজান গ্রামের নূরউদ্দিনের ছেলে ছানেয়ার হোসেন (২০) নামের এক ব্যাক্তি সড়ক দুর্ঘটনায় মারা যায়।
আজ বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিটের সময় পরশখিলা বাজার মোড় নামক স্থানে এ দূঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মদন ফতেপুর নামক স্থানে মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে অটোরিকশার সাথে ধাক্কা লেগে এ দূঘটনাটি ঘটে। মোটরসাইকেলে থাকা ছানোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পরেন। পরে এলাকার লোকজন ছানোয়ার হোসেনকে আহত অবস্থায় মদন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে ছানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ বলেন, নিহতের পরিরারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।