রাজধানীর মিরপুর থেকে হত্যা, মাদক, অস্ত্রসহ ডজন খানেক মামলার আসামী মোর্শেদ হাবিব ভূঁইয়া ওরফে জুয়েলকে (৪৫) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। থানা সূত্রে জানা যায়, এ সময় তার নিকট থেকে ৫৩টি ইয়াবা উর্দ্ধার করা হয়। শুক্রবার মিরপুরের মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন।
গ্রেফতারকৃত জুয়েল নেত্রকোণা জেলা যুবলীগের সাবেক সভাপতি প্রয়াত স্বপন জোয়াদার হত্যা মামলার চার্জশিটভূক্ত প্রধান আসামী। তিনি নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বল্প শুনই গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী জুয়েল ২০০১ সালের জোট সরকারের আমলে স্থানীয় সাংস নূরুল আমিনের আস্থাভাজন ব্যক্তি হয়ে তাহার নির্দেশে বিভিন্ন স্থানে প্রকাশ্য চাঁদাবাজি, দোকান লোট, ভাংচুর ও দিনে দুপুরে প্রকাশে উপজেলা চত্বরে গুলি করে আওয়ামী যুবলীগ কর্মীকে আহত করে। সে উপজেলা ডাক বাংলোয় বসে ত্রাসের রাজত্ব চালাতো। নূরুল আমীনের আস্থাভাজন হওয়ায় কেউ তার ভয়ে কথা বলতো না।
ওসি মোহাম্মদ মোহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন জুয়েল। তবে ধাওয়া করে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, জুয়েল পেশাদার অপরাধী। তিনি ২০০১ সালে নেত্রকোণা জেলা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়াদার হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামী। তিনি মিরপুর থাকতেন। তিনি ইয়াবা ব্যবসার জড়িত ছিলেন। গতকালও ইয়াবা বিক্রির জন্য জুয়েল বউ বাজার আসেন। জুয়েলের বিরুদ্ধে নেত্রকোণা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে।