নেত্রকোণা প্রতিনিধি:
নবগঠিত নেত্রকোণা জেলা অটো এন্ড হাস্কিং চালকল মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান আজ রোববার (৪ মে) দুপুর ২টায় জেলা শহরের বড় বাজার এলাকায় সালতি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চালকল মালিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান রেজবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ ১১ সদস্যের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রেজবি এবং সঞ্চালনা করেন মেহেদী হাসান তালুকদার অন্তর।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী,সাবেক যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ হাসান আনসারী, এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জেলার চালকল মালিকদের সংগঠিত করে শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও ন্যায্য মূল্য প্রাপ্তিতে সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও প্রশিক্ষণ ও সমস্যাবিষয়ক কার্যকরী সমাধানে এই সমিতি কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।