স্বাভাবিক ভাবে শুকনো মৌসুমে সকল ধরনের জলাশয় শুকনো থাকে। এই সময়ে মৌসুমী ইজারাদারগণ মৎস্য চাষের নাম করে ইজারা নিয়ে অবৈধভাবে নদীর পানি সম্পূর্ণভাবে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলছে।
নেত্রকোণা জেলার কলমাকান্দা ও বারহাট্টা উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত গোমাই নদী তীরের রায়পুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের সহস্রাধিক পরিবারের এমনটাই দাবি ।
জানা যায় ওই এলাকায় খাবার পানির জন্যে যে কয়েকটি নলকূপ রয়েছে তার বেশির ভাগই পরিত্যক্ত অবস্থা বিধায় দৈনন্দিন কাজে ব্যবহারের জন্যও তাকিয়ে থাকতে হয় এই নদীর পানির দিকে।
সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত এবং মৌখিকভাবে বারবার অবগত করার পরও অদৃশ্য কারণে বন্ধ হচ্ছে না অবৈধ এই কার্যক্রম, নেয়া হচ্ছে না কোনো পদক্ষেপ।
সরেজমিনে গিয়ে জানা যায় কিছু দূর্বৃত্ত ব্যাক্তিরা জোর পূর্বক বিভিন্ন মহল ম্যানেজ করে এহেন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর তাদের বিরুদ্ধে অভিযোগ করে নানা সময়ে হুমকির সম্মুখীনও পড়তে হচ্ছে স্থানীয়দের।
জানতে চাইলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা মুঠোফোনে অভিযোগ হাতে পাওয়ার সত্যতা স্বীকার করে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।