নেত্রকোণার কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দেয়া বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করা হয়। এ সময় নকল ব্যান্ডযুক্ত বিড়ি বাজারজাত করার দায়ে দুই জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পালপাড়া বাজারে দুইটি মোটরসাইকেলে করে বিক্রীর উদ্দেশ্যে চার বস্তা নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি নেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা। এসময় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বহন করার দ্বায়ে আটক করা হয় দুই মোটরসাইকেল চালককে, তাদের কাছ থেকে জব্দ করা হয় চারটি বস্তায় ১ লাখ ৬০ হাজার বাংলা বিড়ি যার বাজার মূল্য প্রায় অর্ধলক্ষ টাকা।
পরে ধুমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইনে দুই চালকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। অভিযান শেষে জব্দকৃত বিড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উন্মুক্ত স্থানে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।