নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতিউ পজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা কে দেখতে গেলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
আজ ১৭ মে( মঙ্গলবার) দুপুর ২টায় নিজ বাড়িতে খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জু, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
আরিফুজ্জামান খান টিটু, বাংলাদেশ যুবলীগ আটপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২নং শুনই ইউনিয়নের চেয়ারম্যান রোকন-উজ্জামান-রোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন রেখা,
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ সহ আরো অনেকেই।
অসীম কুমার উকিল (এমপি) উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক জহিরুল ইসলাম খান হীরার সমস্ত চিকিৎসার দ্বায়িত্ব নেন। এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য শুভ কামনা করেন।
জহিরুল ইসলাম খান হীরা গত ২৬ এপ্রিল ১নং স্বরমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল । এই সভায় যাওয়ার পথে বানিয়াজানের মোড়ে বাইক দূর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়।
পরে গত ১০ মে ময়মনসিংহের সায়েম প্রাইভেট হাসপাতালে তাঁর পায়ের অপারেশন সম্পন্ন হয়।