নেত্রকোণার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বর্ধিত সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল।
এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, আওয়ামী লীগ নেতা হাজী মোজাম্মেল হক, মো: সাইদুল হক তালুকদার, আবু নাসের তালুকদার মিলু, তসিলম উদ্দিন খান জীবন, যুগ্ম সম্পাদক নিরঞ্জন পাল সৈকত, মো: মিজানুর রহমান খান নন্দন, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর খান, মো: আব্দুস সেলিম মনি, প্রচার সম্পাদক মো: আরিফুজ্জামান খান টিটু, স্ব্যাস্ব্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো: এবায়েত হোসেন মানিক মাষ্টার, যুব ও ক্রীড়া সম্পাদক মো: আসাদ্দুজ্জামান কামাল, শুনই ইউ.পি চেয়ারম্যান মো: রোকন-উজ্জামান রোকন, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাসসহ সহযোগী সংগঠনের নেতৃবন্দ প্রমূখ।
পরে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহজাহান খান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দ্বিধা দ›দ্ব ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।