“দুর্যোগে আগাম সতর্কতা, সবার জন্য কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ মোক্তারপাড়া মাঠে সচেতনতামূলক রেলি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, নেত্রকোণা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ বিভিন্ন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।