নেত্রকোণায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে রেলি, আলোচনা সভা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,জেলা সিভিলে সার্জন ডা: সেলিম মিয়া, মেয়র নজরুল ইসলাম খানসহ জেলার প্রবীণ ব্যক্তিগণ।
এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন,”পরিবর্তিত বিশ্বে প্রবিণ ব্যক্তির সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রবীণদের সার্বিক কল্যাণে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষায় জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ প্রণয়ন, পিতা-মাতার ভরণ পোষণ আইন ২০১৩ প্রণয়ন সহ প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা ভাতা প্রদান করা হচ্ছে।