” তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপ-সচিব স্থানীয় সরকার বিভাগের জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, উপ-পরিচালক জেলা তথ্য অফিস নেত্রকোণা ফয়সাল আহমেদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ আরো অনেকে।