নেত্রকোণা’র কলমাকান্দায় সরকারি প্রকল্প গুচ্ছগ্রামের জায়গা লিজ দেওয়ার নামে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দ্বায়ে পোগলা ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুর ১২টায় কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের সামনে আমবাড়ী নামক স্থানে ইউনিয়নবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় কাদির মিয়া, বাবুল মিয়াসহ এলাকার বিভিন্ন স্তরের তিন শতাধিক লোকজন উপস্থিত ছিল। উপস্থিত ইউনিয়নের জনগণ মানববন্ধনের মাধ্যমে বর্তমান ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সকল অনিয়ম দূর্নীতির প্রতিবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তার অপসারণের দাবী জানায়। উল্লেখ্য, আজ সকাল ১১টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকার দলীয় নেতাকর্মীদের বাঁধার কারনে কর্মসূচীটি বিলম্বে অনুষ্ঠিত হয়।
এদিকে গুচ্ছগ্রাম প্রকল্পটি আদালতের নির্দেশে বন্ধ থাকা শর্তেও স্থানীয় এক ব্যবসাহী চাঁন মিয়া কাছে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অডিওটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়।