নেত্রকোণায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যথাযোগ্য ভাবগাম্ভীর্যে সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শহরের মোক্তারপাড়া ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এবার জেলার ১হাজার ৭শত ৩০টি মসজিদ ও ঈদগা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।