সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী আধুনিক ও মানসম্মত করে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানামুখী কার্যক্রম অব্যাহত আছে।
জননেত্রীর এই উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
প্রতিমন্ত্রী আজ সকালে নেত্রকোণার চল্লিশায় হেনা ইসলাম ডিগ্রী কলেজের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।