সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে জীবন বাজি রেখে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন।
গতকাল বিকালে নেত্রকোণা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হচ্ছে।
নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।