নেত্রকোণায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এআরএফবি এর প্রতিষ্টাতা চেয়ারম্যান জেষ্ট্য সাংবাদিক দিলওয়ার খান এর ফুফু জোবায়দা খাতুন (৮২) না ফেরার দেশে চলে যান।
আজ সকাল ১০.৩০ মিনিটে ঠাকুরাকোনা ইউনিয়নের দূর্গাশ্রম গ্রাম নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। বাদ আসর পারিবারিক খবর স্থানে দাফন করা হয়।
উনার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন সহ এআরএফবি গভীর ভাবে শোকাহত।