
রেড অরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন এর সহযোগীতায় সেরা’র উদ্যোগে সেরা ট্রেনিং একাডেমী কাটলী নেত্রকোণায় এমআর, এমআরএম, বিষয়ক সেনসেটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সেরা’র নির্বাহী পরিচালক, এস.এম.মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আফরিন সুলতানা, ম্যাডিকেল অফিসার, (বিএমএ প্রতিনিধি), আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোণা।
মিটিং এ এমআর,এমআরএম এর বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরির প্রতিনিধিকে নিয়ে ২৩ সদস্য বিশিষ্ট একটি এমআর,এমআরএম সহায়ক জেলা কমিটি গঠিত হয়।
এ সময় কমিটির আহবায়ক ডা. আফরিন সুলতানা, যুগ্ম আহবায়ক-১: বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়য়ারম্যান, মো: আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক-২: নারী উদ্যোক্তা কামরুন নাহার লিপি এবং সদস্য সচিব সেরা’র নির্বাহী পরিচালক, এস.এম. মজিবুর রহমান মনোনিত হন।