তরুণ প্রজন্মের নিকট বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।
আজ সকাল ৭টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে সকাল ৮টায় মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
০১৭৩০-১৯৮৯৯৯