ময়নসিংহ রেঞ্জ কার্যালয়ের ডিআইজি ব্যারিস্টার মো. হারু অর রশিদ (বিপিএম) করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সার্বিক খোঁজ খবর নিতে তিনি নেত্রকোনা পরিমর্শন করেছেন।
আজ বুধবার সকালে তিনি নেত্রকোনা পুলিশ সুপার কার্যালয়ে আসলে তাঁকে বরণ করেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী। পরে এখানে তিনি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ১০ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে তিনি গুরি গুরি বৃষ্টি উপেক্ষা করে পথচারীদের ও মোক্তারপাড়া মাঠে স্থাপিত অস্থায়ী কাঁচা বাজারে বিভিন্ন জনের মাঝে মাস্ক বিতরন করেন।
এ সময় তার সাথে ছিলেন, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ, জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, এ.কে.এম মনিরু ইসলাম, পৌরসভার মেয়র আলহ্বাজ নজরুল ইসলাম খান, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, নেত্রকোণা প্রেস ক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ