গৌরব, সাফল্য ও ঐতিহ্যের ৫০ বছর সুবর্নজয়ন্তী উপলক্ষে নেত্রকোণা জেলা কৃষক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আব্দুস শহীদের সভাপতিত্বে সদস্য সচিব আবু তাহেরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বাবু প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা মৎস্য লীগের আহবায়ক গাজী মোসাদ্দেক হোসেন রতন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ রায়হান, জেলা কৃষকলীগ সদস্য ওমর ফারুক, হাফেজ সোহেল আহমেদ, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম সবুজসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।