নেত্রকোনা জেলার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কাইলাটি চরপাড়া নামক গ্রামের নাসিমা আক্তার (৪২) নামের গৃহীনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে নিজ বসত ঘরের সামনে পেয়ারা গাছের ডালে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে এলাকাবাসী সুত্রে জানা যায়, নাসিমা আক্তার চরপাড়া গ্রামের আলামিন মিয়ার স্ত্রী গত রাতে সে পেয়ারা গাছে গলায় ফাঁস দিয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।