নেত্রকোণার জননন্দিত আটপাড়া ও কেন্দুয়ার প্রান-প্রিয় গনমানুষের নেতা আবু সাঈদ খানের জন্মদিন পালিত হয়েছে।
গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালেয় সাবেক ছাত্র নেতা, আটপাড়া উপজেলা তৃনমূলের লাখ কর্মীর প্রিয়জন, জননন্দিত নেতা আবু সাঈদ খানের জন্মদিন হয়েছে।
এ উপলক্ষে নেতার নেক হায়াৎ ও দীর্ঘায়ু কামনা করে রবিবার ( ২ জানুয়ারি) মাগরিবের নামাজের পর অভয়পাশা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে এ উপলক্ষে তেলিগাতী বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কাটা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা যুব লীগের সহ সভাপতি মো:সোয়েব,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মো: এনায়েত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পাদক মো: সালেক খান,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকির হোসেন (সানি), উপজেলা ছাত্রলীগের উপ- প্রচার সম্পাদক তরিকুজ্জামান (তরিক),যুব লীগ নেতা আলমগীর,হিরন, সোহাগ।ছাত্রলীগ নেতা ডালিম,হবিকুল,শামীম,সাকিব চৌধুরী (অন্তর) সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবক লীগ সহ অঙ্গসংগঠনসহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।