নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
আজ সকাল ৯টায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।