নেত্রকোণায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
আজ সকালে দিবসটি উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ।
অর্থনৈতিক উন্নয়ন শ্রেণিতে দলগতভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২ পেয়েছেন নেত্রকোনার সাবেক জেলা প্রশাসক (বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব) কাজী মো. আবদুর রহমান, ওই জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক হাবিবুর রহমান, জেলার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান এবং মদনের উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান।