“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় জেলা প্রশাসন ও বিআরটিএ নেত্রকোণার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে। আজ সকালে নেত্রকোণা মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা: মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন, নেত্রকোণা সড়ক পরিবহণ কর্তৃপক্ষের উপ-পরিচালক আব্দুর রশিদ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।