“গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি” এ স্লোগানে নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ (২২ অক্টোবর) শুক্রবার সকালে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে জেলা প্রশাসন,বিআরটিএ ও সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে এ নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন, বিআরটি এর সহকারি পরিচালক মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রধান হামিদুল ইসলাম, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমনসহ জেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ।
পরে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সকলকে একসাথে কাজ করার আহবান জানান নেতারা।