বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি এ স্লোগানে নেত্রকোণায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ আগস্ট) শনিবার সকালে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে হলরুমে সপ্তাহ ব্যাপি কর্মকান্ডের সার্বিক বিষয় তুলে ধরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর, জেলা প্রসক্লাবের সাধারন সম্পাদক এম মোখলেছুর রহমান খান,সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, যুগ্ন সম্পাদক এ কে এম আবদুল্লাহ, কার্যকরি কমিটির সদস্য শিমুল মিল্কি,সাংবাদিক ভজন দাস, আনোয়ার হোসেনসহ সকল ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।