পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা তিন কিশোরকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। আটককৃতরা হলো রাজন, মাহমুদুল হাসান নাইম ও তৈয়ব উল্লাহ।
এ ব্যাপারে জেলা প্রশাসনের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাল ভোট দেয়ার অভিযোগে তিন কিশোরকে আটক করা হয়েছে।
সকাল ১১টায় এ রিপোট লেখা পর্যন্ত জেলায় আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।