নেত্রকোণায় শহীদ জননী জাহানারা ইমামের ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নেত্রকোণা জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহীন উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নী, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল মানুষের কাছে জাহানারা ইমাম একজন দেশপ্রেমিক, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস হিসেবে অবিস্মরণীয় ও অনুসরণীয় হয়ে আছেন।