সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, “বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশ যাতে দুর্ভিক্ষের শিকার না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মেনে খাদ্য উৎপাদনের জন্য প্রতি ইঞ্চি জমি উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ফলেই বিশ্বের উন্নত দেশগুলো আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে।
” আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ জেলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।