নেত্রকোণার পূর্বধলায় ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।
আজ সোমবার সকালে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের উপজেলার মহিষবেড় নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হচ্ছেন, পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) এবং একই উপজেলার গৌরাকান্দা এলাকার শাহজাহান মিয়া (৩০)।
শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের এসআই নাজমুল শাকিব জানান, আজ সকালে দুর্গাপুরগামী একটি দ্রুতগামী ট্রাক উপজেলার মহিষবেড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আলী মারা যান। পরে গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহজাহান নামে আরেকজন মারা যান।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।