ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত হয়েছে।
আজ সকাল সাড়ে এগারোটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ দিবস অনুষ্ঠানটি নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
পরে নেত্রকোনা আইসিটি বিভাগের সহযোগীতায় অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন সহ তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীবৃন্দ।