জেলা গোয়েন্দা শাখার (পশ্চিম) অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস আই নাফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকষ টিম দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া নামকস্থানে রাত সাড়ে দশটায় অভিযান চালায়, সেখানে আইপিএল খেলা চলাকালীন অবস্থায় জুয়ারত ২০ জুয়ারীকে আটক করে।
আটকৃতরা হলেন, মোহাম্মদ আলী (৪০), রাজিব পাল (২৬), লাকমিয়া (৩৬), সোহাগ মিয়া (২৬), আশরাফুল ইসলাম (২২), রুবেল মিয়া (৩৪), ফরিদ হোসেন (২৩), আহম্মদ হোসেন (২৬), ফেরদৌস সরকার (২০), আজহারুল ইসলাম (২৩), আমির হামজা (২০), মোজাম্মেল হোসেন (২৬), অমর ফারুক (২২), আজিজুল (২২), রতন মিয়া (২৫), ওলি উল্লাহ (২০), এমদাদুল হক (২৭), কামাল মিয়া (২৫), মানিক মিয়া (৩২) ও আব্দুস ছালাম (৪২)।
পরে, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।