জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম পশ্চিম কাটলি এলাকায় রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো জাকির আলম (২৪) ও নাজমুল আলম (২৫)।
অপরদিকে ডিবির এসআই আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ডিবির একটি টিম সদর উপজেলার ঠাকুরাকোনা রেললাইনের পাশে অভিযান চালিয়ে ৩ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো মোঃ মফিজ উদ্দিন (৪৮) ও মামুন আকন্দ (৩৫)।
পরে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।