নেত্রকোণায় ৩২ নং ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেনের সভাপতিত্বে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলমের সন্চালনায় ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ মিছির উদ্দিন,স্থানীয় ইউপি মেম্বার ও পদাধিকার বলে নতুন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সেলিম চৌধুরী,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ও বাংলা টিভির নেত্রকোণা জেলা প্রতিনিধি ইকবাল হাসান, ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন, নতুন ম্যানেজিং কমিটির ১১ জন সদস্য এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে।
পরে ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন সদস্যের অনুমতিক্রমে নতুন ম্যানেজিং কমিটির সভায় সভাপতি মোঃ মশিউর রহমান মুকুট ও সহ-সভাপতি ইকবাল হাসান এই ২ জনকে নির্বাচিত করা হয়।
পরে আজকের সভার সভাপতি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা নির্বাচিত সদস্যগনকে সঠিকভাবে কমিটি পরিচালনার জন্য অনুরোধ জানান।