নেত্রকোণায় বাংলাদেশ সমাচার পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তী উপলক্ষে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বাংলাদেশ সমাচারের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশে মাসব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় পৌরসভার সামনে ষড়ঋতু রেস্টুরেন্টে নেত্রকোণা জেলা প্রতিনিধি আল- আমিন এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা পাবলিক লাইব্রেরির নব-নির্বাচিত সহ-সভাপতি, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দিলওয়ার খান, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনএনবি বাংলার মফস্বল সম্পাদক সৌমিন খেলন, সাংবাদিক মোঃ বাবুল সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।