সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সফল রাষ্ট্রনায়কের পাশাপাশি শিশুদের কাছেও ছিলেন ভীষণ প্রিয় ব্যক্তিত্ব। শিশুদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুয়ার সব সময় উন্মুক্ত ছিল। শিশুদের কাছে পেলে তিনি আনন্দে আত্মহারা হয়ে যেতেন। বঙ্গবন্ধুই ভেবেছিলেন শিশুদের সুরক্ষায় পূর্ণাঙ্গ একটি আইন থাকা জরুরি। আর এই পথ ধরেই ১৯৭৪ সালের ২২ জুন জাতীয় শিশু আইন (চিলড্রেন অ্যাক্ট) প্রণয়ন করা হয়।”
গতকাল সন্ধ্যায় নেত্রকোণা মোক্তারপাড়া মুক্তমঞ্চে শিশু-কিশোর সংগঠন বাংলাদেশ নজরুল সেনা, নেত্রকোণা শাখার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রাবন্ধিক যতীন সরকার সহ নজরুল সেনার উপদেষ্টামণ্ডলী ও সেনা সদস্যবৃন্দ।