“বাতাস ছুটুক! তুফান উঠুক! দমব না,থামব না” এই স্লোগানে নেত্রকোণায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নির্বাহী পরিচালক নুরজাহান বেগমের সভাপতিত্বে নারী সংগঠন সমূহে জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন (দূর্বার) এর আয়োজনে মহিলা উন্নয়ন কেন্দ্র অফিসের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ফারহানা নিলু, সুমন খান, কে. এম.এ.জামী, আফরোজা চৌধুরী, ফেরদৌসী বেগমসহ আরো অনেকে।
পরে আলোচনা সভায় নারীরা যেন কোন রখম কোন সমস্যায় না পরে সেদিকে সকলের নজর রাখতে হবে এবং সব জায়গায় নারীদের অগ্রাধিকার ও গুরুত্ব থাকার কথা ব্যাক্ত করেন। নারীদের কোন জায়গায় সমস্যা হলে আমাদের সকলের এগিয়ে যেতে হবে।