গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে একই গ্রামের নিজ বসত ঘরের সামনে বাবুল মিয়ার ছেলে আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় তার পিতা বাবুল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার বামনমোহা গ্রামের আলমগীরের সাথে একই গ্রামের আশরাফ উদ্দিন খোকনের সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রæতা চলে আসছিল। এরই জের ধরে বুধবার বিকেলে আলমগীরের নিজ বসত ঘরের সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে খোকনসহ তার লোকজন। মুমুর্ষ অবস্থা তাকে উদ্ধার করে প্রথমে নেত্রকোণা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে পাঠনো হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।