সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নির্মমভাবে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই (মঙ্গলবার) পৌর ছাত্রদলের ব্যানারে শহরের রাজুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সমাবেশে পৌর ছাত্রদলের আহবায়ক রফিক খান মিল্কী ঝুনু বলেন, ভোলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামীতেও সকল আন্দোলনে সবাইকে সক্রিয় থাকার আহবান রইলো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মোস্তাকিম বিল্লাহ, যুগ্ম আহবায়ক মশিউর রহমান বাপ্পী, রায়হান কবীর, রাকিব হাসান ও সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।