মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন, চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার লক্ষ্যে নেত্রকোণায় জেলা পর্যায়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকালে সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিক মিলে একশো জনকে নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে ও
প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন।