নেত্রকোণায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশ ব্যাপি একযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নেত্রকোণার মোক্তারপাড়া কালেক্টরেট মাঠের সামনের সড়কে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পলাশ সাহার সঞ্চালনায় কথায় কথায় চাকুরী থেকে ছাটাই দ্রব্যমূল্যের সাথে সমন্বয় রেখে বেতন ও টিএ ডিএ বৃদ্ধি অবৈধ প্রেসস্কিপশন সার্ভে বন্ধ সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন নেত্রকোণা ফারিয়ার প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু উপদেষ্টা সাংবাদিক ভজন দাশ, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি গাজী মোসাদ্দেক হোসেন ইয়াকুব, নেত্রকোণা জেলা ফারিয়ার সহ-সভাপতি কাউসার আলম, সহ-সাধারণ সম্পাদক ফারুখ খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, কামরুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। পরে বক্তারা তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে উল্লেখ করেন। আজ থেকে নেত্রকোণায় সকল ধরনের অবৈধ প্রেসস্ক্রিপশন সার্ভে বন্ধ ঘোষনা করা হয়।