নেত্রকোণা শহরের ছোট বাজার এলাকায় মনি ইলেকট্রনিকস নামের ফ্রিজের দোকানে বেশী মূল্য নির্ধারন করে ২০% ডিসকাউন্ট দেখিয়ে ফ্রিজ বিক্রি করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।
আজ দুপুরের (১আগষ্ট) মনি ইলেকট্রনিকস দোকানে গোপন সূত্রে খবর পেয়ে নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজারে এলাকায় ফ্রিজের দোকানে এ অভিযান পরিচালনা করেন।
পরে সরেজমিনে গিয়ে দেখেন মনি ইলেকট্রনিকস KRT 315GB কনকা ফ্রিজের ৩৯৭৬০ টাকার মূল্য অবৈধভাবে বৃদ্ধি করে ৪৯৭০০ টাকা নির্ধারিত করে ২০% ছাড় দেখিয়ে ফ্রিজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।