নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অর্থায়নে ৮৪ লক্ষ টাকা ব্যয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল ও মুক্তিযুদ্ধ ইতিহাস ভিত্তিক স্থাপনা এবং সদৃশ্য বাগান নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
গতকাল বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ জেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।