নেত্রকোণায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিকল্পনা বিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সচিব ( শিল্প ও শক্তি বিভাগ) এ কে এম ফজলুল হক, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।