নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ দুপুরে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি) আয়োজনে কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর উপ-পরিচালক মাসুদ রানা, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ আরো অনেকে। পরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৪ জন টিটিসির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল তুলে দেন।