নেত্রকোণার মদন ও খালিয়াজুড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল।
গতকাল (২৮ জুন) মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদন ও খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধসহ ১ হাজার বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এস এম আলমগীর হোসেন, আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ মালম, কাইয়ুম সরকারসহ গাজীপুর মহানগর যুবলীগের আরো অনেকে।